শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ফারাক্কা মাঙ্গো গে তো চির দেঙ্গে': তৃণমূল বিধায়কের হুমকি, কার উদ্দেশ্যে বললেন এই কথা?

দেবস্মিতা | ২০ অক্টোবর ২০২৪ ২০ : ১১Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফারাক্কার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনিরুল ইসলামের সাথে ফারাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হকের যে ঠান্ডা লড়াই চলছিল বিজয়া সম্মিলনী ও সম্প্রীতি সভাকে কেন্দ্র করে রবিবার তা প্রকাশ্যে চলে এলো। আজ বিকেলে ফারাক্কা নুরুল হাসান কলেজে বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিধানসভা এলাকার সমস্ত বুথ স্তরের কর্মী এবং প্রতিনিধিদেরকে নিয়ে বিজয়া সম্মেলনী ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূল বিধায়ক নাম না করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি মইনুল হককে তীব্র ভাষায় আক্রমণ করেন ফারাক্কাতে সমান্তরালভাবে তৃণমূল দল পরিচালনা করার জন্য। সম্প্রীতি সভা থেকে বিধায়ক দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন দল বিরোধী কাজ যারা করছে তাদের নজরে রাখা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে তারা যদি শুধরে না যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ফারাক্কা বিধানসভা থেকে মনিরুল ইসলামের বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন মইনুল হক। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান এবং রাজ্য সহ সভাপতির পদ পান। তবে সম্প্রতি ফরাক্কা ব্লকে বিধায়ককে এড়িয়েই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করছিলেন মইনুল হক। এমনকি গতকাল বিধায়ককের 'অনুমতি' না নিয়ে ফারাক্কা ব্যারেজে দুর্গা পুজোকমিটিদেরকে নিয়ে একটি তিনি একটি বিজয়া সম্মিলনী আয়োজন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। 

 

 

আজকের সম্প্রীতি সভাতে বক্তব্য রাখতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, 'ইতিমধ্যে দল বিরোধী কাজের জন্য ইতিমধ্যে ফারাক্কাতে দু'জনকে বহিষ্কার করা হয়েছে। আরও ২-৪ জনকে নজরে রাখা হয়েছে। ব্লক সভাপতিকে বলব দল বিরোধী কাজের সাথে যারা যুক্ত রয়েছে দ্রুত তাদের হাতে চিঠি ধরানোর জন্য। তাদের উত্তর সন্তোষজনক না হলে দল থেকে কড়া পদক্ষেপ করা হবে।'

 

 

দলের রাজ্য সহ সভাপতি মইনুল হকের নাম না করে মনিরুল ইসলাম বলেন, 'রাজ্য দেখছে আমি, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি কী করছি। আর 'তুমি' কি করছ সেটাও রাজ্য নেতৃত্ব নজরে রেখেছে। আমি দলের একজন নিষ্ঠাবান সৈনিক। দলের শৃঙ্খলা রক্ষা করতে আমি বদ্ধপরিকর। কিন্তু কিছু লোক নিজের স্বার্থরক্ষার জন্য দল করছে।'

 

 

মইনুল হককে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক বলেন, 'তুমি মাতব্বরি করছো, এমএলএ-কে গালিগালাজ করছ। তোমার যদি আমাকে মানতে অসুবিধা হয় দল থেকে বেরিয়ে যাও। এখানে 'উপদল' তৈরি করতে দেব না। ফারাক্কা মাঙ্গোগে তো চির দেঙ্গে।'

 

 

আজকের বিজয়া সম্মিলনীতে মনিরুল ইসলাম বলেন, 'রাজ্য নেতৃত্ব আমাকে ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্লককে সাজাতে বলেছে। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। যারা বেলাইনে আছো শুধরে যাও।'

 

 

অন্যদিকে আজ মনিরুল ইসলামের বিজয়া সম্মিলনীতে ফারাক্কা ব্লকের বেশিরভাগ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। আজ বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান।


নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত 

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে 

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য 

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া